চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলা হাট এলাকায় এক ব্যবসায়ীকে বিবস্ত্র করে মারধর ও সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ তিনজনকে গেফতার করেছে। গ্রেফতারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলা হাট এলাকার সোহাগ (২৮), কালিগঞ্জ বাবু পাড়ার আনাস (২৭) ও জয়নগর মীরপাড়ার সাকিল (৩২)। গ্রেফতারকৃতদের রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ওই ব্যবসায়ী রোববার সকালে তাকে মারধর ও চাঁদা দাবির কথা উল্লেখ করে সাত জনের নাম ও অজ্ঞাতনামা ৫-৬ জনের কথা উল্লেখ করে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী ওই ব্যবসায়ী জানান, গত ১১ ডিসেম্বর রাতে বটতলা হাট এলাকার আবু বাক্কারের নেতৃত্বে তাকে মারধর ও বিবস্ত্র করে রাস্তায় ঘুরানো হয়। এরসময় ওই তারা তার কাছে থাকা ১৪ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে তার আত্মীয় স্বজনরা এসে তাকে আবু বাক্কারের কাছ থেকে উদ্ধার করে।
ওই ব্যবসায়ী আরো জানান, ওই দিনের ঘটনার ভিডিও ধারন করে তার কাছে ব্লাকমেলিং করছিলো ওই যুবকরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলো, পরে তাদের চাঁদা না দেওয়ার সেই ভিডিও ছড়িয়ে দেয়।
এ বিষয়ে অভিযুক্ত আবু বাক্কারের বক্তব্য জানতে তাকে ফোন করেও পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, একজন ব্যবসায়ীকে নগ্ন করে মারধর করা হয়েছে এমন ঘটনা জানার পরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে শনিবার রাতে গ্রেফতার করেছে। রোববার ভুক্তভোগী ওই ব্যবসায়ী পর্নগ্রাফি সেই সাথে মারধর ও চাঁদা দাবির মামলা করেছেন। পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।