১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে শিবগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোযা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় শিবগঞ্জ বাজারে কেয়া সুপার মার্কেটে বঙ্গবন্ধু পরিষদের অফিস কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ আকবর আলি।
বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী মজনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি কানসাট ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সফিকুল আলম,সহসভাপতি আমিনুর ইসলাম মাস্টার, সহসভাপতি নজরুল ইসলাম, প্রচার সম্পাদক আনক কারিগরি স্কুলের সাবেক প্রধান শিক্ষক লোকমান হোসেন ও দপ্তর সম্পাদক তফিকুল ইসলাম শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং বিজয় দিবস অর্জনে শহীদ বীর মুক্তিযোদ্ধা সহ ৩০ লাখ শহীদের রক্তের ও, ২ নারীর সম্ভ্রম হানির বিনিময়ে অর্জিত বিজয় দিবসের মর্যদা রক্ষার্থে আমাদের সকলকে সচেতন থেকে জঙ্গিবাদ, নাশকতা, সন্ত্রাস, উগ্রবাদ, নৈরাজ্য রুখে গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে আমাদের কাজ করতে হবে। সবশেষে ৭১এর সকল শহীদদের রুহের মাগফেরাত কামনার্থে বিশেষ মোনাজাত করা হয়।