১৬ডিসেম্বর মহান দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সংগঠনের নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গগবন্ধু পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ আকবর আলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান(মজনু)চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,অধ্যক্ষ সফিকুল ইসলাম,প্রধান শিক্ষক লোকমান হোসেন, সহকারী অধ্যাপক জানমোহাম্মদ,আলহাজ কাজেম আলি।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয় এবং সদ্যপ্রয়াত বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড ্ এস,এ মালেক সহ প্রয়াত সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।