শিবগঞ্জে অসহায়-দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার পাঁকা ইউনিয়নের চর পাঁকা, উত্তর পাঁকা, কদমতলা ও বোগলাউড়ি এলাকার ৬০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন অর্থোপেডিক চিকিৎসক ও সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় তিনি বলেন, পদ্মা পাড়ের বাসিন্দদের পাশে আগেও ছিলাম, বর্তমানে আছি ও আগামীতে থাকব। তাদের দুখেসুখে সাধ্যমত সকল সহযোগিতা করে যাবো। শুধু চিকিৎসাসেবা নয়, পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পারলে নিজে ভাল লাগে।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজা, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাবেক সভাপতি রিজভী আলম রানাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র জনসাধারণের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ করা হয়।