রাজশাহীর রাজারহাট চন্ডিপুর থেকে নিখোঁজের একদিন পর মা ও তার পরিবারকে ফিরে পেল কিশোরী জেরিনা খাতুন(১৪)শিবগঞ্জে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেক্রে একদিন প্রতিপালনের পর কিশোরী জেরিন খাতুন (১৪ সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে পরিবারের সদস্যদের নিকট তাকে হন্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।
জেরিন খাতুন রাজশাহীর রাজাবাড়ি হাট চন্ডিপুর গ্রামের জহরুল ইসলামের মেয়ে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং শিবগঞ্জ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাস জানান, রোববার জেরিনা খাতুন পরিবারের ওপর অভিমান করে রহনপুর এলাকায় চলে আসে। সেখানে কাজের সন্ধান চাইলে বিষয়টি নজরে আনে গোমস্তাপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের। রাতে তাকে উদ্ধার করে শিবগঞ্জ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে লেখাপড়া ও সেবাসহ যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। সেখানে কাউন্সিলিংয়ের মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টার মাধ্যমে পরিবারের সন্ধান মেলে এবং প্রশাসনের সহায়তায় তা নিশ্চিত হয়। এরই প্রেক্ষিতে সোমবার বিকেলে মা ও পরিবারের সদস্যদের নিকট কিশোরীকে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম,উপজেলা পরিসংখ্যান অফিসার মনিরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম এবং শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কেইস ম্যানেজার ফারুক হোসেনসহ অন্যরা। এদিকে হারানো কিশোরীকে খুঁজে পেয়ে দারুণ খুশি হওয়ায় উপজেলা প্রশাসন এবং শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরিবার।