চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে প্রায় আড়াই কেজি হিরোইন সহ এক যুবককে আটক করা হয়েছে।আটককৃত যুবক হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কিচনী দোহা গ্রামের নাসির উদ্দিনের লেদ মেশিনের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মৃত মন্টু লাল চৌধুরীর ছেলে প্রশান্ত লাল চৌধুরী(২৫)।
শুক্রবার গভীর রাতে র্যাবের পাঠানো এক প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিত তৌকির এর নেতুত্বে শুক্রবার সন্ধ্যায় চিকনী দোহা গ্রামে র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে ২ কেজি ৪৫০ গ্রাম হিরোইন সহ প্রশান্ত লাল চৌধূরী(২৫) কে আটক করে। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা হয়েছে এবং আটককৃত প্রশান্ত লাল চৌধুরীকে থানা পুলিশের সহায়তায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।