বটতলী তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলার উদ্বোধন করেন কেরাণীগঞ্জের তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
