শিবগঞ্জে জনগণের ৬ কোটি টাকা আত্মসাৎকারী ভুয়া এনজিও মালিকসহ ৬জনকে আটক করেছে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ২৩ নভেম্বর গভীর রাতে র্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্ত পুর গ্রামের আব্দুস সামাদের বাড়ির দোতলা হতে আব্দুস সামাদেও পরিচালিত প্রগ্রেসিভ স্টার সোসাইটি (পি.এস.এস) সংস্থার অফিস কক্ষ হতে প্রগ্রেসিভ স্টার সোসাইটি সংস্থায় মানুষের জমাকৃত ৬ কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য আব্দুস সামাদ (মূহহোতা) (৪৫), মোঃ জামাল উদ্দিন (ম্যানেজার)(২৩), মাহফুজুর রহমান (হিসাব রক্ষক) (২২), জুয়েল আলী (২৪) (মাঠকর্মী), গোলাম রাসেল (২৫) (মাঠকর্মী), আলমগীর হোসেন (৩৫), (মাঠকর্মী), (ক) ভূয়া পাশবই-৫০০০ টি, বিভিন্ন ব্যাংকের বøাংক চেক-০৩টি, মোবাইল ফোন-৭টি, সীমকার্ড-১২টি, ভূয়া সীল-২৪টি সহ গ্রেফতার করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলাহয়েছে এবং আটককৃত ৬জনকে মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।