শিবগঞ্জে সাতটি ককটেলসহ বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার নয়াালাংগা ইউনিয়নের রশিনগরবাবুপুব গ্রামে নাশকতার গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওই এলাকাায় অভিযান চালিয়ে ৭ টি তাজা ককটেলসহ বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।