আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। অভিযানের সময় সন্দেহ জনক দুইজনের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক।
এর আগে, শনিবার রাতে আশুলিয়ার কলতাসূতি নয়াবাড়ি ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- পাবনা জেলার সাথিয়া থানার গোপালপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৮) এবং অপরজন রাজধানীর কল্যাণপুর এলাকার মাহাবুবুর রহমানের ছেলে মো. আব্দুর রহমান (৩৬)। তারা গাজিপুরের কালিয়াকৈর ও আশুলিয়ার বিভিন্ন স্থানে বসবাস করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিলো বলে পুলিশ জানিয়েছে। পরে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।