নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রকৌশলী সৈকত দাস এর বদলীজনীত কারণে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার ( ১৩ নভেম্বর ) বিকেলে পত্নীতলা উপজেলা প্রকৌশলী কার্যালয়ে সৈকত দাস এর বদলী জনীত কারণে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক। আরো উপস্থিত ছিলেন এল.জি.ই.ডি কার্যালয়ের কার্য-সহকারী মো: রাশেদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মানস কুমার সাহা, উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, উপ- সহকারী প্রকৌশলী খালেদুল ইসলাম, পাটিচড়া ইউপি চেয়ারম্যান ও ঠিকাদার ছবেদুল ইসলাম ( রনি ), ঠিকাদার মিঠু ও মাহফুজ শাহ প্রমূখ।
এসময় অত্র কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, স্যার খুব সৎ ও ভালো মনের মানুষ ছিলেন। স্যারের চলে যাওয়া আমাদের জন্য খুব কষ্টকর।
উল্লেখ্য উপজেলা প্রকৌশলী সৈকত দাস পত্নীতলায় গত ২৫ এপ্রিল ২০১৮ খ্রি: যোগদান করেন।