অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য ও আসন্ন ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের সংরক্ষিত ২ মহিলা আসনের সদস্য পদপ্রার্থী মোসাঃ শাহিদা খাতুন রেখা।
শনিবার সকালে শিবগঞ্জ বাজারে পদপ্রার্থীর আয়োজনে এক লিখিত বক্তব্য তিনি অভিযোগ করে বলেন, আমি গত নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন করেছিলাম এবং বিজয়ী হয়েছিলাম। কিন্তু আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে অর্থ লেনদেন সহ বিভিন্ন অনিয়ম দেখছি। এতে সুষ্ঠ নির্বাচন হওয়া নিয়ে আমার সংশয় রয়েছি।
তিনি আরো বলেন, আমি মহিলা আওয়ামীগের একজন নেত্রী। আমি দলের মধ্যে কোন লবিং গ্রুপিং এ বিশ্বাসী নয়।কিন্তু অত্যন্ত দু:খের বিষয় জেলা পরিষদের নির্বাচনকে ঘিরে ব্যাপক লবিং গ্রুপিং চলছে । যা মেনে নেয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি জেলা পরিষদের সংরক্ষিত ২ আসনের একজন মহিলা সদস্য পদ প্রার্থী হিসাবে নির্বাচন বর্জন করছি । এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমাকে কেউ নির্বাচন বর্জন করতে কেউ কোন ধরনের বল প্রয়োগ ও উৎসাহ দেননি। আমি এ সব অনিয়ম ও লবিং-গ্রুপিংয়ের কারণে স্বেচ্ছায় নির্বাচন বর্জন করলাম।