নওগাঁর নজিপুর পৌরসভার ড্রেনের পঁচা পানি উপচে রাস্তা তলিয়ে যাওয়ায় দূর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও জনসাধারণ। বৃষ্টির পানি ছাড়াই ড্রেনের দূর্গন্ধযুক্ত পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়ছেন ব্যবসায়ী ও পথচারীরা। সরেজমিনে নজিপুর পৌরসভার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এমন চিত্র দেখা যায়।
সাপাহার রোর্ড ব্যবসায়ীরা জানান, পৌরসভার মধ্যে এই সাপাহার রোর্ডটি খুবই গুরুত্বপূর্ণ। এ রাস্তার পাশ দিয়ে ড্রেন রয়েছে। ড্রেনটি দীর্ঘদিন ধরে অকেজে হয়ে পড়ে থাকলেও তা সংস্কারের কোন উদ্যোগ নেই। ফলে প্রতিনিয়তই বৃষ্টি ছাড়াই ড্রেনের ময়লা পানিতে রাস্তা তলিয়ে যায়। এতে ব্যাপক দূর্গন্ধ ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। ময়লা পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় গ্রহকরা দোকানের সামনে আসতে পারে না।
নজিপুর বাসস্ট্যান্ড এলাকার আব্দুল করিম জানান, আমাদের এই পৌরসভাটি দেশের প্রথম শ্রেণীর পৌরসভা। নজিপুর পৌরসভা আমাদের কাছ থেকে নিয়মিত ট্যাস্ক ও চাঁদা আদায় করে কিন্তু এলাকার উন্নয়ন বলতে কিছু করেনা। যদি সঠিক ভাবে সকল কাজ পরিচালনা করা হতো তাহলে প্রথমত আমাদের সাপাহার রোর্ডের ড্রেনের সমস্যা ও নজিপুর বাসটেন্ডে ভ্যান চার্জাও রাখার পরিবেশ করে দিতো। রাস্তার দুপাশে ভ্যান চার্জার রাখার ফলে রাস্তার প্রচুর পরিমানে জেম সৃষ্টি হয়। এসব দেখার যেন কেউ নেই।
এবিষয়ে নজিপুর পৌর মেয়র আলহাজ্ব রেজাউল কবীর চৌধুরী বলেন, দুই দিন আগেই আমরা ড্রেনটি পরিষ্কার করি। কিন্তু ধানসিঁড়ি ও মদিনা হোটেলের বর্জ্যগুলো ফেলার ফলে ড্রেন জেম হয়ে যায়। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার জন্য আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নজিপুর বণিক সমিতির সাথে নিয়মিত যোগাযোগ করছি। আশা রাখছি ড্রেনের সমস্যাটি খুব দ্রুত সমাধান হবে।