পাইকগাছার হরিঢালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। এ সময় নবনির্বাচিত ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম কাগুজী, আকবর শেখ, হাবিবুর রহমান, শেখ আব্দুল গফুর, আজিজুল খান, মুজাহিদ হাজরা, শংকর বিশ্বাস, বিষ্ণুপদ কর্মকার, শেখ ফারুক হোসেন লাকি, আনজুয়ারা বেগম, স্মিতা মন্ডল ও জয়ন্তী বিশ্বাস।