চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধধতিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তাসিনুর রহমান জানান দূর্লভপুর ইউনিয়নে ১৭টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম আনারস প্রতীক ১৭হাজার ৭৩৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্রবাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকে শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা পেয়েছেন ১২হাজার ৫৯৪ ভোট।
অন্যএকজন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ সমর্থিত) বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান সনু মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ১৮১১টি। উল্লখ্য গত বুধবার উপজেলার দূর্লভপুর ইউপি নির্বাচনে ১৭টি ভোটকেন্দ্রে ৩৯৯৮৪জন ভোটারেট মধ্যে ৩২২০৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।তারমধ্যে বৈধ ভোটের সংখ্যা হলো ৩২১৩৯ এবং বাতিল ভোটের সংখ্যা হলো ৭০টি।
প্রসঙ্গত: সীমানা জটিলতা সংক্রান্ত কারনে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু উচ্চ আদালতে একটি রীট দায়ের করায় উচ্চ আদালতের নির্দেশে ২ দফা নির্বাচনের তারিখ ঘোষণার পর নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশনাার।