শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ধুপপাড়া দাড়ার ওপর দেড় হাজার মিটারের দীর্ঘ একটি সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ আলোমগীর রেজার সভাপতিত্বে ও দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক বাদশার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজ সেবাঅফিসার কাঞ্জন কুুুুমার দাস ও জন প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।