শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক যুবককে আটক করেছে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা। শুক্রবার গভীর রাতে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল উপজেলার কানসাট ইউনিয়নের লাহাপুর খড়গপুর গ্রামের লাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি সহ রানীবাড়ি গ্রামের কামরুজ্জামানের ছেলে তাজেমুল ইসলাম(২৮)কে হাতেনাতে আটক করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা হয়েছে এবং আটককৃত তাজেমুল ইসলামকে পুলিশের সহায়তায় অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।