মুন্সিগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম মনির হোসেন মোল্লা (৬৫)। তিনি সদর উপজেলার বকুলতলা এলাকার বাসিন্দা।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষে জড়ায় দলটির দুই পক্ষ। এতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় লোকজন জানান, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, সন্ধ্যা সাতটার দিকে ছররা গুলিবিদ্ধ অবস্থায় ১১ জনকে হাসপাতালে আনা হয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এঁদের মধ্যে ফরহাদুল ও মনির হোসেন মোল্লা নামের দুজনের অবস্থা গুরুতর ছিল।
নিহত মনির হোসেনের মেয়ে সামিয়া আক্তার বলেন, আধারা ও সোলার চর গ্রামের মানুষজন বকুলতলা গ্রামে এসে ঝগড়ায় জড়ায়। একপর্যায়ে তাঁরা গোলাগুলি শুরু করেন। তাঁর বাবা বয়স্ক মানুষ আসরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন। তাঁদের গুলিতে তিনি মারা গেলেন। যাঁদের গুলিতে তাঁর বাবা মারা গেলেন, তিনি তাঁদের বিচার চান।