নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দ্বীপ উপজেলা নোয়াখালীর হাতিয়ায় মিনা দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোসলেউদ্দীনের সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান। সভায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ, ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলো।