চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির উদ্যোগে মহদীপুর ঈদগাহ প্রাঙ্গণে এই রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির পরিচালক আলমগীর জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ হিল বাকী।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ ইসলামি একাডেমির প্রধান শিক্ষ ইব্রাহিম খলিল, রানা ঔষুধ ঘরের পরিচালক সাইফুল ইসলাম রানা, দিগন্ত রক্ত ফাউন্ডেশন সভাপতি নুর আলম সবুজ ও পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের জেলা শাখার সমন্বয়ক পিয়ার হোসেনসহ অন্যরা।