"নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা" এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রালি, গল্প বলার আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যরা।
এছাড়া বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান, ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একপি বর্ণাঢ্য রালি বের করা হয়।