শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনামসজিদের সংলগ্ন হযরত শাহ নেয়ামতুল্লাহ (র:) এর মাজারে শুক্রবার দিনব্যাপী পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় ভাদ্র মাসের শেষ শুক্রবারে এবারও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে তোহখানা মাজার এলাকায় কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকালে দোয়া মাহফিল ও তোহখানা জামে মসজিদে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে জুম্মার নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গলে বিশেষ মোনাজাত করা হয়। ওরশ শরীফ অংশ নেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। জুম্মার নামাজের পর দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের হযরত শাহ নেয়ামতুল্লাহ’র (র:) পরিধেয় বিভিন্ন পোষাক ও আসবাবপত্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
ওরশ উপলক্ষে বৃহস্পতিবার থেকেই ধর্মপ্রাণ মানুষেরা ঔরশে আসতে থাকে এবং এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাত কাটায়। পাশাপাশি ছোট সোনামসজিদ সংলগ্ন মহাসড়কের দু’ধারে বিভিন্ন পণ্য সামগ্রীর মেলা বসে। অনুষ্ঠানটি নির্বিঘ্ন করতে মেলা প্রাঙ্গণ ও ওরশ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।