শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শিবগঞ্জে হত্যা মামলার বিবাদীর বাড়িতে হামলার দেড় মাসেও শেষ হয়নি তদন্ত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৭ সেপ্টেম্বর, ২০২২ ০৯:০৫ পূর্বাহ্ন

    শিবগঞ্জে হত্যা মামলার বিবাদীর বাড়িতে হামলার দেড় মাসেও শেষ হয়নি তদন্ত

    গত জুলাই মাসে আকস্মিক একটি হত্যা কান্ডকে কেন্দ্র করে ওই দিনই রাতে হত্যা মামলার বাদী পক্ষের লোকজন বিবাদীদের বাড়িঘর লুটপাট ও সন্ত্রানী হামলার ঘটনায় মামলার হওয়ার দেড় মাস পর তদন্ত  না হওয়ায় ও তাদের  হুমকীর মুখে বিবাদাী পক্ষের লোকজন এখনো গ্রাম  ছাড়া হয়ে আছে  বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ প্রশাসন বলছে কোন লুটতরাজ হয়নি। বিবাদীরা নিজেরাই মালামাল অন্যত্রে সরিয়ে রেখেছে।

    চাঁপাইনবাবগঞ্জ জেলার মোকাম বিজ্ঞ আদালতে মুত দাউদের স্ত্রী রাবেয়া বেগমের  করা  শিবগঞ্জ মামলা নং সি/ ২০২২(শিব:)সূত্রে জানা গেছে, আকস্মিক একটি হত্যা কান্ডের ঘটনাকে কেন্দ্র করে রাবেয়া বেগম ছাড়া অন্যকেউ  বাড়িতে না থাকার সুযোগে দেশীয় অস্ত্র-সস্ত্র নিযে জাহাঙ্গীর হোসেন, আপণ,নাইমুল,মিলান,তাহির রফিক মশিউর  এনামুল,ফারুক, জসিম,রকিব, রহিম, সহ  প্রায় ১৫/২০ জনের  একদল দূর্বৃত্ত ১৩ জুলাই ২০২২খ্রী; তারিখ বিকাল  সাড়ে ৫ টার দিকে বাড়িতে অনাধিকারভাবে প্রবেশ করে ৮০ বছওে বৃদ্ধা রাবেয়া খাতুনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে  লুট তরাজ চালায়। এ সময় আকবরের বাড়িতে মহিষ ,ছাগল  হাসমুরগী  বিক্রি বাবদ টাকা, স্বর্ণাংঙ্কার, শোয়ার ঘাট, শোকেস ওয়েব ড্রপ, ধান পাম্প, সেলাই মেশিন শরিসা, ধান চাউল, আটা, বাইসাইকেল, কাঁসার থালিবাটি সহ মোট ৮লাখ ১৮হাজার টাকা,একই ধরনের লুটপাটে বাদীনির ছোট ছেলে কালুর ঘর থেকে  ১৪ লাখ ৭১ হাজার টাকা,সরকার কর্তৃক বাড়ির সকলের জাতীয় পরিচয় প ত্র, জন্মনিবন্ধন সহ সবমিলিয়ে প্রায়  ২৪লাখ টাকার ক্ষতিসাধন করে।সরজমিনে দেখা গেছে বাড়ি ঘরের  অনেক আসবার পত্র ভাঙ্গচুর অবস্থায় পড়ে রয়েছে। ধানের গোলা শুন্য,ঘরের ভিতরে সানশেটের উপরে পবিত্র কোরান শরীফ এলোমেলা হয়ে পড়ে আছে  এবং কোরান শরীফের কভারটি মেঝেতে পড়ে আছে।, বাড়ির ঘরগুলোও ভাঙ্গচুর হয়ে আছে। এ সময় পাশের বাড়ির জাহাঙ্গীরের স্ত্রী ও তার লোকজন মিডিয়ার লোকজনকে বিভিন্ন ধরনের হুমকী দেয় এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। এমনকি গ্রামের যারা মিডিয়ায় মন্তব্য প্রদানকারীর কাছে কৈফয়ত চাইতে দেখা গেছে।

    মামলার বাদী রাবেয়া বেগম বলেন বলেন, সেদিন ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাাকাটির এক পর্যায়ে আমার এক পৌত্রের  মাত্র একটি সবলের আঘাতে রবু মারা যায়। এ সময় পুলিশের ভয়ে বাড়িতে আমি ছাড়া কেউ না থাকার সুযোগে সেদিন রাত থেকে পরের দিন পর্যন্ত আমাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিযে জিম্মি করে প্রায়  ২৪লাখ টাকার বিভিন্ন ধরনের মালামাল লুটপাট করে নিয়ে যায়। তিনি আরো বলেন সেদিন থেকে তাদের ভয়ে কেউ বাড়িতে আসতে না পারায় আমি ৮০ বছরের বৃদ্ধা মানুষএকা বাড়িতে থাকছি। এলাকার সোহেল বলেনহত্যা কান্ডের পর পরই তারা লুটপাট করে মালামালগুলো অন্যত্রে  রেখেছে। এলাকার শহিদুল ইসলাম জানান, বাড়িঘর লুটপাটের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তারা এখনো বিভিন্ন জনকে মামলার আসামী করা ভয় দেখচ্ছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকেই লুটপাটের সত্যতা স্বীকার করে বলেন, মামলার ভয় দেখিয়ে আমরকে আতঙ্কের মধ্যে রেখেছে হত্যা মামলার বাদী পক্ষ। এদিকে সংশ্লিষ্ট ইউপি সদস্য জেমের সাথে তার মুঠোফোনে অনেকবার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার আত্মীয় স্বজনরা হত্যা ঘটনার সাথে বাদী পক্ষের লোকজনের দ্বারা  লুটপাটের ঘটনা সত্য বলে জানান।এব্যাারে  উভয় মামলার তদন্তকারী অফিসার ওসি(তদন্ত) আসাদুজ্জামান বলেন, তদন্তে হত্যা মামলার সত্যতা পেয়েছি। তবে বাদী পক্ষের দ্বারা লুটপাটের ঘটনায় তদন্ত চলমান রয়েছে। যতটুকু পেয়েছি তাতে বিবাদীরাই তাদের মালামাল অন্যত্রে সরিয়ে রেখেছে।

    তিনি আরো বলেন লুটপাটের মামলার স্বাক্ষীরা সাক্ষ্য দিচ্ছে না । তবে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা বাড়িতে উঠতে পারছে না বলে মৌখিক অভিযোগ করছে তারা আমাদের সাথে যোগযোগ করছে না বা কোন লিখিত অভিযোগও দিচ্ছে না লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। কোন  শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মেদবলেন, ওসি(তদন্ত)কে তদন্তের ভার দেয়া হয়েছে।তদন্ত শেষে প্রমানাদিও ভিত্তিতে সঠিক প্রতিবেদন দেয়া হবে।




    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ৭ সেপ্টেম্বর, ২০২২ ০৯:০৫ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৭ সেপ্টেম্বর, ২০২২ ০৯:০৫ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ৭ সেপ্টেম্বর, ২০২২ ০৯:০৫ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ৭ সেপ্টেম্বর, ২০২২ ০৯:০৫ পূর্বাহ্ন