গত ৫ সেপ্টেম্বর সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন এ কে এম আলমগীর জাহান। ইতিপূর্বে আলমগীর জাহান জয়পুরহাট সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তার আগে তিনি পাবনা জেলার ডিআইও-১ হিসেবে কর্মরত ছিলেন। পূর্বের কর্মস্থলগুলোই তার ভূমিকা বেশ প্রশংসনীয় ও উল্লেখযোগ্য।
নতুন কর্মস্থলে এসে তিনি সন্ধ্যায় সাংবাদিকদের সাথে দেখা করেন এবং মতবিনিময় হয়। তিনি জানান শহরভিত্তিক অপরাধের ধরন আলাদা হলেও তিনি তাঁর শক্ত অবস্থানে থেকে শহরের শৃঙ্খলা বজায় রাখতে একনিষ্ঠ দায়িত্ব পালন করবেন সেইসাথে কোনরকম রেফারেন্স বা রাজনৈতিক ব্যানারে অপরাধী থাকলেও তার জন্য নূন্যতম শিথিলতাও থাকবে না। আর সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক ও চোরাকারবারির বেশ প্রকোপ রয়েছে এই জেলায় তাই বিশেষ নজরদারির মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। কিশোরগ্যাং ও বিভিন্ন সিন্ডিকেটের জালগুলোর বিরুদ্ধে পুলিশি নজরদারি জোরদার করা হবে।
তার এ পদক্ষেপ এ সাধারণ জনগন ও গণমাধ্যম কর্মীদের তথ্য দিয়ে পুলিশের সাথে থাকার আহব্বান ব্যক্ত করেন।