শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • প্রতিবন্ধীদের উন্নয়ন  ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: ধর্ম প্রতিমন্ত্রী 

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৬ ডিসেম্বর, ২০২১ ০৭:৩৯ অপরাহ্ন

    প্রতিবন্ধীদের উন্নয়ন  ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: ধর্ম প্রতিমন্ত্রী 
    প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী

    ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়ন করে  টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়ন ব্যতিত টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে  সরকারের পাশাপাশি সমাজের স্বচ্ছল ব্যক্তি এবং বেসরকারি সাহায্য সংস্থাকে আরও সংবেদনশীল হয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসতে হবে। 


    প্রতিমন্ত্রী আজ (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন এবং ১০০জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। 

    প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বোঝা নয়, বরং সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। তাদেরকে সুযোগ করে দেয়া হলে তারাও দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।

    প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের  টেকসই  তথা প্রকৃত উন্নয়ন এর লক্ষ্যে সরকার প্রতিবন্ধী সহ প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও দারিদ্র বিমোচন কার্যক্রম বাস্তবায়ন করছে। 

    প্রতিমন্ত্রী বলেন,  সমাজের বঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বিশেষভাবে দৃষ্টি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন ভাতা, অনুদান, খাদ্য সহায়তা, স্বল্প সুদে ঋণ,  প্রয়োজনীয় প্রশিক্ষণ করে মানব সম্পদ হিসেবে তৈরি করছেন। এর ফলে বাংলাদেশের সামাজিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন সাধিত হচ্ছে। 

    ফরিদুল হক খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যেই নয়, বরং নদী ভাংগণ, বন্যা  ইত্যাদি  প্রাকৃতিক কারণে  অনুন্নত জনপদ ও অঞ্চলের মানুষের কল্যাণে বিশেষ  প্রকল্প বাস্তবায়ন করছেন। 

    প্রতিমন্ত্রী এসময় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর উদ্যোগে প্রশংসা করেন।

    জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগ, জামালপুর এর উপপরিচালক দিলরুবা আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান , সমাজসেবা কার্যালয়, জামালপুর এর উপপরিচালক রাজু আহমেদ, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ। 

    এরপর  বিকেল সাড়ে ৩ টায় জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংগঠন উন্নয়ন সংঘ এবং  বাণিজ্যিক সংগঠন বিএসআরএম এর উদ্যোগে হিজড়া জনগোষ্ঠীর আর্থ - সামাজিক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

    জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোখলেছুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমানুল্লাহ আকাশ, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান ছানা, জামালপুর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, ইসলামিক ফাউণ্ডেশন জামালপুর জেলার উপ পরিচালক আঃ রাজ্জাক, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা, বিএসআরএম এর  হেড অব সিএসআর তরিখুল খবির প্রমুখ। 
    অনুষ্ঠানে জামালপুর জেলার হিজড়া জনগোষ্ঠীর ব্যক্তি গণ অংশগ্রহণ করেন। 




    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৬ ডিসেম্বর, ২০২১ ০৭:৩৯ অপরাহ্ন