নওগাঁর পত্নীতলায় মাদক সেবন করতে এসে ফেন্সিডিলসহ সাপাহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সমাপন ও তার সঙ্গী রানা কে পত্নীতলা উপজেলার জামালপুর এলাকা থেকে আটক করে বিজিবি। শুক্রবার দিবাগত রাতে আটককৃতদের পত্নীতলা থানায় সোপর্দ করা হয়।
আটককৃত সমাপন সাপাহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাপাহার এলাকার মো: মোখলেছুর রহমানের ছেলে এবং তার সঙ্গী মো: রানা সাপাহার উপজেলার তাজপুর গ্রামের মৃত আজিজুল হক এর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, তারা দুজন ফেন্সিডিল সেবন করার পর বহন করে নিয়ে আসছিলো এমন সংবাদের ভিত্তিতে দেহ তল্লাশী করে নিষিদ্ধ ভারতীয় ২ বোতল ফেন্সিডিল, দুটি মোবাইল ফোন ও একটি মটোরসাইকেল জব্দ করা হয়।
পরদিন শনিবার ( ২০ আগষ্ট ) তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মমর্কা ( ওসি ) শামসুল আলম শাহ্।