বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মঞ্চে বঙ্গ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান,জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব।
জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান নারী সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি। এসময় তার সাথে ছিলেন জেলা আওমীলীগের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাশোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি কলেজ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এদিকে সকাল ১০ টায় টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা করেছে জেলা আওয়ামীলীগ। এতে বক্তব্য দেন নারী সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ ।। একই ভাবে শিবগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মে; শিমুল, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামসহ সকল সরকারী দপ্তরের সকল অফিসার ও কর্মচারী এবং আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধ’ শেখমজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন করে, দুয়া ও বিশেষ মোনাজাত করা হয়। একই কর্মসূচী ভোলাহাট, গোমস্তাপুর, নাচোলেও পালন করা হয়েছে। তাছাড়া জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।