চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলা রিপোটার্স ইউনিটির কমিটি পূর্ণগঠন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নাচোল বাসস্ট্যান্ডে নাচোল উপজেলা
রিপোটার্স ইউনিটি কার্যালয়ে মোঃ ইব্রাহীম’র সভাপতিত্বে আলোচনা শেষে সকল সদস্যের সম্মতিতে মোঃ ইব্রাহীম (দৈনিক নতুন প্রভাত ও দৈনিক মর্নিং গ্লোরি )কে সভাপতি, মোঃ আতাউর রহমান(দৈনিক দেশকাল ও দৈনিক মুক্তি)কে সহ-সভাপতি, এমএকে.জিলানী(দৈনিক আমাদের কন্ঠ, দৈনিক চাঁপাই দৃষ্টি ও দৈনিক
লালসবুজের কন্ঠ)কে সাধারণ সম্পাদক, মোঃ সেলিম রেজা-১(চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি-দৈনিক নতুন দিন ও বাংলাদেশ ক্রাইম সংবাদ)কে সাংগঠনিক সম্পাদক, মোঃ আবু সুফিয়ান(দৈনিক গণজাগরন) ও মোঃ আবুল হোসেন(উপজেলা প্রতিনিধি-দৈনিক নতুন দিন ও বাংলাদেশ ক্রাইম সংবাদ)কে নির্বাহী সদস্য এবং মোঃ সেলিম রেজা-২(দৈনিক বর্তমান কথা)কে সাধারণ সদস্য পদে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় দু’বছর পূর্বে বৃহত্তর স্বার্থে উপজেলার পাঁচটি প্রেসক্লাব, নাচোল উপজেলা প্রেসক্লাবের সাথে একাত্বতা প্রকাশ করে একটি কমিটি আত্মপ্রকাশ করে। কিন্তু বিভিন্ন অনিয়ম ও অসংগতির কারণে নাচোল উপজেলা রিপোটার্স ইউনিটির সদস্যগণ ওই কমিটি থেকে একযোগে অব্যাহতি নিয়ে নাচোল উপজেলা রিপোটার্স ইউনিটি পূর্ণগঠন করা হয়। সভায় নাচোল উপজেলা রিপোটার্স ইউনিটির সাত সদস্য বিশিষ্ট পূণঃগঠিত কমিটি আগামী দু’বছরের জন্য দায়িত্ব পালন করবেন।