৮ আগষ্ট রাত ৮ টায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র্যাব-৫,সিপিসি-১কর্তৃক বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নিউ মার্কেটের ১ নং গেইটের সামনে ফাঁকা জায়গায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৩০ কেজি গাঁজা ও ১ টি মাইক্রোবাস পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।
র্যাব-৫ জানায় চাঁপাইনবাবগঞ্জ জেলার দ্বারিয়াপুর এলাকায় মাদকবহনকারী গাড়িটিকে সনাক্ত করে চেক পোস্ট স্থাপন করলে গাড়িটি অতি দ্রত গতিতে চেক পোস্ট ভেঙ্গে চলে যায়। পরবর্তীতে অপারেশন টিম উক্ত গাড়িটিকে ধাওয়া করে চাঁপাইনবাবগঞ্জ জেলার নিউ মার্কেটের ১নং গেইটের সামনে হতে আসামী বিহীন পরিত্যাক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি সাধারণ ডায়েরী প্রক্রিয়াধীন রয়েছে।