রোববার সকাল সাড়ে ৮ টায় র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প হতে রাজশাহীর একটি বিশেষ অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার পৌরসভাধীন ১নং ওয়ার্ডের সাতনৈল উত্তর ভবানীপুর গ্রামস্থ জনৈক মোঃ আজিম মাস্টার (৫৫) পিতা-মৃত জায়েজ উদ্দিন এর পাকা বিল্ডিং বসতবাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫১.৬ (একান্ন দশমিক ছয়) লিটার চোলাইমদ সহ আসামী ১। মোঃ তামিজ উদ্দিন (৪০), পিতা- মৃত শাহিমুদ্দিন,মাতা- মোছাঃ আশরাতুন বেগম, গ্রাম- আলীনগর মিল্কী বাগানপাড়া, ২। মোঃ সিরাজুল ইসলাম (৫৬), পিতা- মোঃ আব্দুল হামিদ, মাতা- মৃত নুরজাহান, গ্রাম- আরামবাগ নতুনপাড়া, উভয় থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জদ্বয়’কে হাতেনাতে গ্রেফতার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।