জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশের সকল মানুষের সুচিকিৎসার বাস্তবায়নের একমাত্র সংগঠন জাতীয় রোগী কল্যাণ সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব এডভোকেট নঈম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠা বিশিষ্ট গবেষক ডা.মাহতাব হোসাইন মাজেদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী,অধ্যাপক আব্দুর রহিম,ডা.শামীমা ইয়াছমিন,ডা.আনোয়ার হোসাইন, এয়ার মোহাম্মদ জিলান,তাসজিদুর রহমান, সহ জেলা শাখার নেতৃবৃন্দ। আলোচনা সভায় শেখ কামালের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ শেষে শেখ কামালসহ ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আতিকুর রহমান আল কাদেরী। প্রেসবিজ্ঞপ্তি।