চাঁপাইনবাবগঞ্জ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন কালুকে বুধবার বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে র্যাব-৫।
র্যাব সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, সিপিসি-১, রাজশাহীর একটি অপারেশন দল বুধবার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ২ নং শাহাবাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জিয়ারপুর গ্রামস্থ জনৈক আলহাজ এত্তাজ আলীর পুকুরের মাঝখানে একটি বাঁশের খুটিতে পানির নিচে বাধা অবস্থায় কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৭৪৫ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইলসহ মোঃ জসিম উদ্দিন কালু (৩০) নামের একজন শীর্ষ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। কালুর পিতা- মোঃ রিয়াজ উদ্দিন, মাতা- মোছাঃ-টগেরী বেগম,গ্রাম-জিয়ারপুর, পোষ্ট-সোনা মসজিদ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারী বিক্রয়ের উদ্দেশ্যে অভিনব কায়দায় পুকুরের মধ্যে বাঁশের সাথে বেঁধে সংরক্ষণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে। উল্লিখিত জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।