সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে দুই রাউন্ড গুলিসহ মালিকবিহীন একটি ওয়ান স্যুটার গান এবং ৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত ওয়ান স্যুটার গান, গুলি এবং ফেন্সিডিলের আনুমানিক সিজার মূল্য ৩৪ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।
সূত্রমতে, বুধবার(৩ আগস্ট) আনুমানিক রাত ৩ টা ১০ মিনিটে নিজস্ব তথ্যের ভিত্তিতে ৫৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসির নেতৃত্বে সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ৪ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে দাড়ি তেগাছিয়া নামক স্থান অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত ওয়ান স্যুটার গান, গুলি এবং ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।