চাঁপাইনবাবগঞ্জে Root of Life-জীবনের মূল অনলাইন সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার ও বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ৩১ জুলাই দিনব্যাপী রহনপুর খয়রাবাদ হাজি সদর উচ্চ বিদ্যালয়ে সংলগ্ন মাঠে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
এটিই চাঁপাইনবাবগঞ্জের প্রথম সামাজিক অনলাইন সংগঠন, যাদের অধিকাংশ স্কুল কলেজ পড়ুয়া তরুন উদ্যোগী শিক্ষার্থী। তাদের ইচ্ছে স্বেচ্ছায় চাঁপাইনবাবগঞ্জের সকল স্তরের মানুষের পাশে তারা দাঁড়াতে চাই। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচীতে সংগঠনের পরিচালক আবু আব্দুল্লাহ আল কাফির পরিচালনায় উপস্থিত ছিলেন এডমিনঃ-লাবনি আক্তার বেবী,রানাউল ইসলাম রনি। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীতে সহযোগীতা করেন মোহাম্মদ কাদির,তামান্না অহিদ মৌ,অহিদুল ইসলাম তামিম প্রমুখ।
সংগঠনের এডমিন লাবলি আক্তার বেবি তার বক্তব্যে জানান তাদের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে জরুরী প্রয়োজনে অসহায় মানুষকে রক্তের ব্যবস্থা করে দেওয়া ও স্বেচ্ছায় রক্তদান এর প্রতি সচেতন বৃদ্ধি করা ও পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজ পরিচালনা করা। মুলত সমাজের মানবিক মানুষের সহযোগিতায় তাদের এই পথচলা। এই পথচলায় যারা তাদের সাথে আছেন সংগঠনের সকলেই তাদের প্রতি কৃতজ্ঞ।