নওগাঁর সাপাহারে স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী যথাযত মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, অন্যন্যের মধ্যে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী মোল্লা, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, মেডিকেল আবাসিক অফিসার মোর্শেদ মন্জুর কবির লিটন প্রমুখ।
যৌথ এই প্রস্তুতিমূলক সভায় যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ, উদযাপন উপ কমিটি গঠন, সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও মসজিদের ইমামদের অবগতকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আলোচনায় এসময় উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী খাদিজা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, বিআরডিপি কর্মকর্তা আলমগীর কবির, আনসার ও ভিডিপি কর্মকর্তা জুলেখা পারভীন, সাপাহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সমাজসেবী নুরুল হক মাস্টার, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরির মিনা সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।