চাঁপাইনবাবগঞ্জে রোববার ৩১ জুলাই বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ দফা দাবি জানিয়ে মানববন্ধন করেন এ সংগঠনের সদস্যরা।
এ নিয়ে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উন্নয়নের অগ্রযাত্রায় হরিজন জনগোষ্ঠীর, জীবন-জীবিকা,অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এবং স্থায়ী আবাসনসহ কিছু দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে হরিজন জনগোষ্ঠীরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রী রাজেন হরিজনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জেন্টু কুমার,জেলা কমিটির উপদেষ্টা ফাস্টু ভগত, নির্মলা রানী প্রমুখ।
এসময় বক্তারা পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের চাকুরি স্থায়ীকরণ ও পদোন্নতি, সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, বিশ্বদ্যিালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে হরিজনদের জন্য ভর্তি কোটা সংরক্ষণ,তাদের যুব ও শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশে প্রতিটি মহল্লায় আধুনিক পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রসহ ৭ দফা দাবি নিয়ে তারা এসব তুলে ধরেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রী রাজেন হরিজন তার বক্তব্যে বলেন আমরা সুইপার হলেও তো মানুষ,বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মমতাময়ী মা তিনি তো জাতপাত দেখেন না। তাহলে আজ আমারা কেন অবহেলিত বিভিন্ন খাত থেকে বঞ্চিত।
হরিজন জনগোষ্ঠীরা আকুতির সাথে তারা বলেন,আমাদেরও তো শখ হয় বিভিন্ন বিনোদন কেন্দ্র ও নরমাল সহ উন্নত মানের রেস্টুরেন্টে যেতে কিন্তু সেখানে গেলেও আমাদেরকে বাধা প্রদান করা হয়। ছোট জাত বলে আমরা কি মানুষ নয়!
পরে হরিজন জনগোষ্ঠীর নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন যাতে করে অতি দ্রুত ৭ দফা দাবি কার্যকর করা হয়।