বিভিন্ন দাবিতে গত বুধবার সকালে চাঁপাইনবাগঞ্জের শহীদ সাটু হল মার্কেটের সামনে মানববন্ধন করেন হোটেল শ্রমিকরা।
চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মোঃ দেলুয়ার হোসেন (সবুজ) এর নেতৃত্বে দুনিয়ার মজদুর এক হও এই স্লোগানে মুখরিত হয় চারিদিক।
সুবিধাবঞ্চিত এসব শ্রমিকদের দাবি-তারা চায় চাকরির নিশ্চয়তা, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা, হোটেল সেক্টরে মর্যাদা ও অধিকার নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র পাওয়া, সার্ভিস বহি সংরক্ষণ, শ্রমিক রেজিস্টার রাখা, মহিলা শ্রমিকদের প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান, দৈনিক ৮ ঘন্টা শ্রম সময় নির্ধারণ, বিশ্রাম বা আহারের জন্য বিরতি, সাপ্তাহিক ছুটি, মহিলা শ্রমিকদের সীমিত কর্মঘন্টা, নৈমিত্তিক, পীড়া ছুটি, মজুরীসহ বাৎসরিক ছুটি ইত্যাদি সুবিধা।
শ্রমিকদের ভাষ্যমতে শহরের হোটেল রেস্তোরাগুলোর মালিক তাদের সাথে মুখের ভাষা খারাপ করে পশুর ন্যায় আচরণ করে। তাদের অনুরোধ মানুষ হিসেবে তাদের এই দাবিগুলো যেন জনগণ ও মালিকপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।