চট্টগ্রামে ক্রিকেট খেলার সময় পাকিস্তানি খেলোয়াড়দের সমর্থন করায় ধাওয়ার মুখে পড়ে ড্রেনে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে পাকিস্তানের জার্সি গায়ে আসা এক বাংলাদেশিকে ধাওয়া দিয়ে জার্সি খুলে নেন চট্টগ্রামের মুক্তিযুদ্ধ মঞ্চ সংগঠনের কর্মীরা। তাঁদের তোপ থেকে বাঁচতে এরপর ভয়ে তিনি দৌড়ে ড্রেনে ঝাঁপ দেন।
পাকিস্তানি জার্সি গায়ে আসা ব্যক্তির নাম জানা যায়নি। তিনি স্থানীয় কাট্টলী এলাকার বাসিন্দা এবং গত মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসেছেন।
ঘটনার বর্ণনা জানিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি শেখ মাহবুবুর রহমান বিভেল বলেন, ‘আমরা আগেই ঘোষণা দিয়েছি, চট্টগ্রামের মাটিতে পাকিস্তানি পতাকা, জার্সি গায়ে কোনো বাংলাদেশি প্রবেশ করতে পারবে না। সকাল ১১টার দিকে দেখি, পাকিস্তানের জার্সি পরে এক যুবক আসছে। তাকে আমাদের কর্মসূচির কথা জানে কি না, জিজ্ঞেস করলে সে সব জেনেই পাকিস্তানকে সমর্থন করতে আসছে বলে জানায়। পরে তার জার্সি আমরা খুলে নিই।’