মিস্টার আলী। পেশায় ভ্যানচালক। তবে তার ‘নেশা’ এলাকার রাস্তাঘাটে খানাখন্দ দেখলেই সংস্কার করা। দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে স্ব উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ করা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পোড়াডিহি গ্রামের ভ্যান চালক মিস্টার আলীকে নিয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক সোনার দেশ ও দৈনিক জাগো কণ্ঠ পত্রিকা। সেই মিস্টার আলীকে এবার কাজ দিয়েছে, এলজিইডি। বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি কার্যালয়ে, নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, মিস্টার আলীর হাতে নিয়োগ পত্র তুলে দেন।
এজিইডিতে কাজের সুযোগ পাওয়ার পর, ভ্যান চালক মিস্টার আলী বলেন, এটা হ্যামার জন্য সুখবর, বাড়ির লোকজন খুশি হবে। এখন যে কাজ দিবে স্যারেরা, সেটা করব, এখন শিবগঞ্জে দিবে, কি নবাবগঞ্জে দিবে জানি না। তবে যেখানে দিবে, যেখানে যে কাজে পাঠাবে, সেটায় করব। মিস্টার আলী বলেন, হ্যামি তো ম্যালাদিন থ্যাইকা রাস্তা ভাল করি, পেপারে তুল্যা ধরাতে, স্যারের চোখে পড়্যাছে, তাই কাজটা দিলো,আপনারদের উপর খুব খুশি হয়্যাছি।
চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং জানান, মিস্টার আলীকে নিয়ে সংবাদটি দেখে, একজন ভ্যান চালকের রাস্তা স্ব উদ্যোগে রাস্তা খানাখন্দ মেরামতের বিষয়টি জানতে পারি। পরে আমরা তার সম্পর্কে আরো খোঁজ খবর নেয়। এরপর আমাদের গ্রামীন সড়ক সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষনের আওতায় এলসিএস (লেবার কনট্রান্টিং সোসাইটি) এর সুপারভাইজার হিসাবে মিস্টার আলীকে নিয়োগ দেয়া হয়। আমাদের গ্রামীন রাস্তা সংস্কারের যে কাজ হয়, গ্রামের হতদরিদ্র নারীরা মাটি উঠানোর যে কাজ গুলো করে থাকেন। সেই কাজগুলোই দেখাশুনা করবেন মিন্টার আলী।