চট্টগ্রামে কোচিং সেন্টার থেকে ফেরার সময় স্বামীর মোটরসাইকেল (বাইক) থেকে ছিটকে সড়কে পড়লে পেছনে থাকা লরিচাপায় কলেজছাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) নগরের ডবলমুরিং থানার ডিটি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাহিদা আফরোজ (২৩) চট্টগ্রামের সরকারি কমার্স কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।
তার স্বামীর নাম আরমান শাকিল। নগরের উত্তর কাট্টলী এলাকার একটি বাড়িতে থাকতেন তারা।
জানা গেছে, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন নাহিদা। ডিটি রোড এলাকায় পৌঁছালে হঠাৎ রাস্তার ভাঙা গর্তে মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে যান নাহিদা। এ সময় পেছন থেকে আসা একটি লরির চাকায় পিষ্ট হয়ে নিহত হন তিনি।
দুর্ঘটনার বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, নাহিদার মরদেহ পরিবার নিয়ে গেছে। এ ঘটনায় তারা কোনো অভিযোগ কিংবা মামলা করেনি।