চরফ্যাশনে বর্তমান সময়ে তরুণ প্রজন্মেকে অবক্ষয়ের হাত থেকে রক্ষার উপায় খেলাধুলায় মনোযোগী করা। মাঠে সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করতে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। তিনি বলেছেন, সকল স্তরের বন্ধ হওয়া খেলাধুলা সচল করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় শিশুদের আগ্রহ থাকলে যেকোন ভুল পথে যাওয়া বন্ধ হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক হবে, কারণ জাতি গঠনে এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
সোমবার (৩০ মে) বিকাল ৪টায় চরফ্যাশন শেখ রাসেল স্টেডিয়ামে উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু আন্ত: ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জ্যাকব এসব কথা বলেন।

অনুষ্ঠানে ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বলেন, মুজিববর্ষ উপলক্ষে সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর প্রধান পৃষ্ঠপোষকতায় গত ২৪ মার্চ ১৬ টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টর উদ্বোধন হয়েছে। টুর্নামেন্ট কমিটির অক্লান্ত পরিশ্রম, খেলোয়াড় এবং দর্শকের আন্তরিক সহযোগিতায় খেলাটি সফল সমাপ্তির জন্য সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মনির আহমেদ শুভ্র।
আমিনাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ বনাম জিন্নাগড় ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ২-১ গোলের ব্যবধানে আমিনাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এছাড়াও খেলা উপভোগ করেন, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন সহ চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার দর্শকবৃন্দ।