পিরোজপুরে প্রায় এক হাজার শিক্ষার্থী ও অভিভাবকের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (HDT)।
বুধবার (২৫ মে) সকাল ৯ টায় পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে যুব সামাজিক সংগঠন প্রাণফোটা, রক্তের বন্ধন ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থা এ কর্মসূচি বাস্তবায়ন করে।
এইচ ডি টি এর পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরান আলম খান হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপনন কর্মকর্তা আব্দুল মান্নান হাওলাদার, বাবুই পাঠাগারের উপদেষ্টা আহসানুল কবির, তেজদাসকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন।

এ সময় প্রধান অতিথি বলেন, এইচডিটির এরকমের সামাজিক স্বেচ্ছাসেবীমুলক কর্মকাণ্ড আমরা প্রায়ই লক্ষ করি, আমাদের পিরোজপুর জেলাবাসী কিছু সামাজিক সংগঠন দ্বারা অনেক উপকৃত হয়, আজকেও তাদের আয়োজনে এ অঞ্চলের সকল ছাত্র-ছাত্রী এবং এলাকার অনেক সাধারণ মানুষ উপকৃত হয়েছে । আমরা যুব সমাজের স্বেচ্ছাসেবকদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সমাজের সবাই যদি এরকম সামাজিকমূলক কাজে সহায়তা করেন তাহলে আমাদের সমাজ তথা দেশের অনেক উন্নয়ন হবে, জাতি হিসেবে আমাদের অগ্রযাত্রা আরো সামনের দিকে এগিয়ে যাবে,বিশ্ব দরবারে আমরা আরো সম্মানিত হবো।
