রাজধানীতে বাস মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৩ বাসকে এক লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। বুধবার বিআরটিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালত ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ১৪টি স্পটে অভিযান চালিয়েছে। এতে ২২০টি ডিজেল ও ৩৫টি সিএনজি চালিত মোট ২৫৫টি বাস মিনিবাস তল্লাশি করে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা যাচাই বাচাই করে দেখে। এতে ৪৩টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ পায় বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালত।