প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ালীগ উন্নয়নের সরকার বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। রোববার বিকালে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষে ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এমপি শাওন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করছেন। বর্তমান সরকারের আমলে যে উন্নয়নে হয়েছে তা বিগত কোনো সরকার কল্পনাও করতে পারেনি। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে ফের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এ সময় উাপস্থিত জনতা করতালি দিয়ে উচ্ছাস প্রকাশ করে।