বরিশালের গৌরনদীতে সেনাবাহিনী পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগে রাকিব বেপারী নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ মে) বেলা ২ টায় বরিশাল জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেইন।
প্রতারক রাকিব বেপারী গৌরনদী উপজেলার টরকীর চর গ্রামের মৃত করিম বেপারীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেইন বলেন, মাদারীপুরের কালকিনি থানার চরফাতেবাহাদুরপর গ্রামের আবুল কালামের ছেলে মাহমুদ হোসাইনের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক রাকিব বেপারীকে গ্রেফতার করে গৌরনদী থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন ব্যক্তির থেকে টাকা নেওয়া চিত্র ভিডিও আকারে সংগ্রহ করা হয়।