শিবগঞ্জে তিন মামলার আসামি আরিফ আলী (৩০)এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হাজিপাড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক শিবগঞ্জ পৌরসভাধীন জালমাছমারী মহল্লার সোহবুল আলীর ছেলে। শনিবার সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল আনাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শিবগঞ্জ পৌর এলাকার হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মামলার গ্রেফতারী পরোয়ানার আসামি আরিফ আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় আরোএকটি মাদকের মামলা দায়ের তিন মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ প্রায় ৬টি মামলা বিচারাধীন রয়েছে।