৫ বছর মেয়াদ পূরণ হওয়ায় কানসাট ইউপির, আইনগত জটিলতায় স্থগিত হওযা দূর্লভপুর ইউপির ও মৃতজনিত কারণে শূন্য হওয়া শ্যামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন আগামী ১৫জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এব্যাপারে নির্বাচন অফিস হতে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে ।
শিবগঞ্জ উপজেলা নির্বচন অফিস সূত্রে জানা গেছে আগামী ১৭ মে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র উত্তোলন ওদাখিল, ১৯ মে মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ২৬ মে প্রার্থীতা প্রতাহারে ও ২৭ মে প্রতীক বরাদ্দের তারিখ ধার্য করা হযেছে। আগামী ১৫ জুন দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান বিষয় নিশ্চিত করে জানান, দূর্লভপুর ইউনিয়নের ক্ষেত্রে যারা মনোনয়ন পত্র দালিল করেছেন এবং প্রতীক বরাদ্দ পেয়েছেন তাদের মনোনয় পত্র দাখিল করা প্রয়োজর নেই। তবে যদি কেউ নতুন প্রার্থী হতে চান তবে মনোনয়ন পত্র দাখিল করতে পারোন। তাদের জন্য একই নিয়ন বলবৎ থাকবে।