বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের কর্মকর্তা, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ( মূসক) ঢাকা এর মহাপরিচালক (কমিশনার) ড. মইনুল খান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সম্মানিত সদস্য ( শুল্ক আবগারি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। সোমবার (৯ মে) অর্থ মন্ত্রণালয়ের অধিশাখা-৩ (শুল্ক) এর এক অফিস আদেশে চার দফা শর্তে এ পদোন্নতির কথা জানানো হয়।
এদিকে বরিশাল জেলার মুলাদী উপজেলার কৃতিসন্তান ড. মইনুল খান পদোন্নতি পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী। তার সুস্থ্যতা কামনা এবং আগামী দিন যেন আরও শুভ ও মঙ্গলময় হয়-সেই কামনা করেন সংশ্লিষ্টরা।