ভারতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর পর পরিবারে শোকের ছায়া নেমে আসে। একটি হাসপাতালের মর্গে তাকে সারারাত হিমায়িত রাখা হয়। কিন্তু পরে দেখা গেল, ওই লোকটি মারা যাননি, তিনি শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন।-খবর ডন অনলাইনের
সূত্রমতে, ভারতের রাজধানী নয়াদিল্লির পূর্বের মোরাদাবাদে মোটরবাইক দুর্ঘটনায় আহত হন শ্রীকেষ কুমার নামের এক ব্যক্তি। এরপর তার চিকিৎসার জন্য স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল।
সেখান থেকে তাকে একটি প্রাইভেট হাসপাতালে স্থানাস্তরিত করা হলে চিকিৎসকেরা তার মৃত্যু ঘোষণা করেন। পরে শুক্রবার (২০ নভেম্বর) ময়নাতদন্তের জন্য তাকে একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল।
রোববার হাসপাতালের মেডিকেল সুপারইনটেনডেন্ট রাজেন্দ্র কুমার বলেন, জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা তাকে পরীক্ষা করেছেন। কিন্তু তিনি জীবিত আছেন বলে তার কাছে মনে হয়নি। যে কারণে তাকে মৃত্যু ঘোষণা করতে হয়েছে।
চিকিৎসক বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। ছয়ঘণ্টা পর তার পরিবার আসার আগ পর্যন্ত তাকে মর্গের ফ্রিজারে রাখা হয়।
তিনি আরও বলেন, এরপর ময়নাতদন্তের জন্য যখন পুলিশের টিম ও তার পরিবার আসে, তাকে জীবিত পাওয়া গেছে। এটা অলৌকিক ঘটনা ছাড়া কিছু না।
রাজেন্দ্র কুমার বলেন, ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে আরও চিকিৎসা দিতে হবে। কিন্তু বর্তমানে তিনি কোমায় আছেন।
চিকিৎসক কীভাবে ভুলবশত তাকে মৃত ঘোষণা করেছেন, তা নিয়ে একটি তদন্ত চলছে।