‘‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শতাধিক পুষ্টিহীন পরিবারের মাঝে চাল, ডাল, আলু, চিনি ও তেলসহ পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই পুষ্টিকর খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্সরা উপস্থিত ছিলেন। খাদ্য তালিকায় ছিল ১ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তেল ও ১ প্যাকেট সেমাই।